মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
গাজীপুর-২ আসনে ট্রাক প্রতীকের প্রার্থীর গণসংযোগ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৭:২০ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন। 

শুক্রবার তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা এলাকার কাউলতিয়া এলাকায় গণসংযোগ করেন। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা এড. মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ এই গণসংযোগে অংশ অংশ নেন। 

সূত্রমতে জানা যায়, বেলা ১১ টায় তারা দেশীপাড়াস্থ নতুন বাজার এলাকা থেকে শুরু করেন তাদের গণসংযোগ কার্যক্রম। বেলা সাড়ে ১১টায় পৌছানগাজীপুর সিটি কর্পোরেশনের সালনা অফিস অঙ্গণে। সেখান থেকে সালনা পশ্চিম বাজার দুই রাস্তার মোড় এলাকা পরিদর্শণ করে সালনা কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। 

এরপর কাথোরা মৈশান বাড়ি এলাকার জালাল মার্কেট, মজলিশপুর কদমতলী, বড়ইতলী, মীরের গাঁও, বিপ্রবর্থা মসজিদ মার্কেট, জোলারপাড় বাজার ও কাউলতিয়া মসজিদ মার্কেট হয়ে জেলা শহরে ফিরেন।

নির্বাচনী মাঠ পর্যবেক্ষণ করে জানা যায়, এই সংসদ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গাজীপুর-২ আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এখন পর্যন্ত মাঠে নৌকা এবং ট্রাক প্রতীক সমান তালে গণসংযোগ ও পথসভাসহ উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত