টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোট মনির নির্বাচনী পথসভা করেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৮ টায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোট মনির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নুরুল আমিন তালুকদার মোহন, সাধারণ সম্পাদক মোঃ তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান, জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম মেম্বার, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আবুল কালাম মেম্বার, আওয়ামী লীগ নেতা ফজল মন্ডল, জাহিদুল ইসলাম খোকা, শাহাদাত হোসেন বাবু, শরীফ হোসেন বাবু সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে ছোট মনিরকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।