মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ভোটদানে বাধা দিলে কারাদণ্ডসহ কঠোর শাস্তি: ইসি আনিছুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৩:৫২ PM
রাজনৈতিক দলগুলোর ভোটে না আসার অধিকার রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, তবে নির্বাচনে ভোটদানে বাধা দিলে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির বিধান রয়েছে। তাই কেউ ভোটারদের ভোটদানে বাধা দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের মারা যাওয়ার ঘটনায়ও কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে আনিছুর রহমান বলেন, ২-১ দিনের মধ্যে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাঠ কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে এরইমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, ভোটে না আসার অধিকার রাজনৈতিক দলগুলোর আছে, তবে অন্যকে ভোট দিতে বাধা দিলে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির বিধান রয়েছে।

অনিয়মের অভিযোগে বিভিন্ন জায়গায় কারও কারও প্রার্থিতা বাতিল হতে যাচ্ছে জানিয়ে ইসি আনিছুর বলেন, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ব্যাপক প্রশাসনিক রদবদল করা হয়েছে। আরও করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত