কালিহাতীর সাধারণ মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার। তার মতে, নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
মোজহারুল ইসলাম তালুকদার বলেন, কালিহাতী উপজেলার অন্তর্গত প্রত্যেকটি এলাকায় নৌকা মার্কার জোয়ার বইছে। আমাদের কাজ হলো ভোটারের কাছে গিয়ে তাদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসবো। নৌকায় ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে বসে আছে। এসময় তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি এমএ মালেক ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, সাবেক সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, সাবেক প্রচার সম্পাদক আবু মোহাম্মদ জিন্নাহ, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার আব্দুল কাইয়ূম বিপ্লব, বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান খান ফরিদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ।