দেশের বরেণ্য অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য টাঙ্গাইল-৪ কালিহাতীর নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদারকে আকুন্ঠ সমর্থন জানিয়ে উপস্থিত সবার কাছে ভোট প্রার্থনা করেছেন।
শুক্রবার রাতে নির্বাচনী প্রচারনায় নেমে আওয়ামী লীগের প্রার্থী এলেঙ্গা জমিদার বাড়িতে গিয়ে বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য ও সাবেক সংসদ সদস্য চিত্রা ভট্টাচার্যের ছেলে ড. বেদপ্রিয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আওয়ামীলীগেমনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার নির্বাচনী এলাকায় বিরামহীন গণসংযোগ করে মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন।
নৌকার প্রার্থী মোজহারুল ইসলামতা লুকদার বলেন,বরেন্য অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য আমার নির্বাচনী এলকার একজন সম্মানিত ভোটার। কালিহাতীতে শিক্ষার উন্নয়নে তাদের পরিবারের গুরুত্বপূর্ণ অবদান আছে। আমি তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ভোট প্রার্থনা করেছি।
এসময় উপস্থিত ছিলেন নৌকার প্রার্থীর ছোটভাই ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতন, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার, দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা গোলাপ, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সহ-সভাপতি বেল্লাল মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।