সামনে নির্বাচন হবে, বিরোধী দল চাইবে নির্বাচন বয়কট করতে,তয় আপনাদের এই অঞ্চলে আমি যখন জয়েন করছি আর বিরোধী দল থাকবে না, এই বরিশাল অঞ্চলে থাকবে না, এই আস্থা আমার উপর শেখ হাসিনার আছে। আমি অলরেডি কাঠালিয়ার সব বিএনপি নিয়ে আওয়ামীলীগে জয়েন করেছি, রাজাপুরে ও ১২% আসছে কিছু নাবালকরা আছে যারা আসেনি, তবে তারাও আসবে।
আমাদের দেশের গনতন্ত্র হবে আমাদের দেশের লোকে যেটা অনুভব করে সে অনুসারে। আমাদের দেশের লোকজন চায় সুখে শান্তিতে থাকতে। আমার দেশের বয়োবৃদ্ধ মানুষ চায় বয়স্ক ভাতা পেতে। ছেলে -মেয়েরা চায় ভালো স্কুল কলেজে পড়ালেখা করতে। হারুন সাহেব ভদ্র মানুষ কাউকে চাকরি দিয়ে টাকা চায়না,কোনো পার্সেন্টেজ নেয়না। হয়ত নেত্রী হারুন সাহেবকে সম্মানিত করবেন, তার স্ত্রীকে হয়ত সংরক্ষিত এমপি বানাতে পারেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, হারুন ভাইর জন্য দোয়া করবেন আমার সাতাত্তর বছর বয়স হয়েছে হয়ত আর পাচঁ থেকে সাত বছর সার্ভিস দিতে পারব।
শনিবার বিকাল চারটা দিকে রাজাপুর উপজেলার পশ্চিম কানুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে দুই উপজেলার নেতা কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান ওমর বীর উত্তম এসব কথা বলেন।
আলহাজ্ব বজলুল হক হারুন এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএ ইচএম খায়রুল আলম সরফরাজ, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু সঞ্জীব কুমার বিশ্বাস, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু, কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বদীউর জামান বদু সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল সিকদার, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরুন সিকদার, কাঠালিয়ার শিক্ষক মিন্টু মাষ্টার প্রমুখ।