সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মধুপুরে এক যুবকের মরদেহ উদ্ধার
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৮ PM
 ::
টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন টেংরি কাঠালতলী মোড় এলাকার এক বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানাযায়, টেংরির শাহজাহান আলীর বাসা থেকে এ যুবকের উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের নাম সুশান্ত মদক(৩০)।

শনিবার (২৩ডিসেম্বর)রাত সাড়ে ৯টার দিকে শাহজাহান আলীর বাসা থেকে তার লাশ উদ্ধার করে মধুপুর থানা পুলিশ। মৃত সুশান্ত মদক ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভাধীন কাঁচারিপাড়া এলাকার সুনীল মদকের ছোট ছেলে।

শাহজাহান আলীর পরিবার সূত্রে জানা যায়, ৬/৭ মাস আগে সে আমাদের বাসার একটি রুম ভাড়া নিয়ে ফ্রিল্যান্সার স্ক্যামিং এর কাজ করতো। সে শুক্রবার(২২ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বাসায় এসে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। পরদিন শনিবার সারাদিন তাকে আর বাসা থেকে বের হতে কেউ দেখেননি।

মৃত সুশান্ত মদকের বন্ধু  সোহেল রানা ও সাইফুল জানান, বিকেল থেকে তাকে বারবার ফোন দিয়ে না পেয়ে খোঁজ নিতে আমরা বাসায় আসি। তার রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করি কিন্তু ভিতর থেকে কোনো সারা না পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানাই। বাসার লোকজনের নিকট জানতে পারি ভিতর দিয়ে আরেকটি দরজা আছে, পরবর্তীতে বাসার লোকজনের সহায়তায় ভিতরের দরজা দিয়ে ঢুকে বিছানায় তার মরদেহ দেখতে পাই।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সে হালুয়াঘাট থেকে এসে দীর্ঘদিন যাবত বন্ধুদের সাথে ফ্রিল্যান্সাররের কাজ করে যাচ্ছে।
খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর বেশর আলী ফকির ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে
বিষয়টি পুলিশকে জানালে মধুপুর থানার এসআই জোনায়েদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রেকর্ড করে থানায় নিয়ে যায়।
মুঠোফোনে খবর পেয়ে তার মা বাবা সহ পরিবারের লোকজন রাতেই ঘটনাস্থলে এসে পৌছায়।
মৃত সুশান্তের বাবা জানান, সে গতকাল শুক্রবার বিকাশের মাধ্যমে আমার কাছে ১০হাজার টাকা পাঠায় কিন্তু আজ শনিবার সারাদিন তার সাথে কোনো যোগাযোগ হয়নি। সন্ধ্যার পরে মুঠোফোনের মাধ্যমে তার মৃত্যুর খবর পেয়ে আমরা হালুয়া ঘাট থেকে ছুটে আসি।


বাসার মালিক শাহজাহান আলী টাঙ্গাইলের সখিপুরে আশা নামক এনজিওতে চাকরি করেন এবং সেখানেই থাকেন। বাসায় তার স্ত্রী তিন মেয়েকে নিয়ে বসবাস করেন। সে তার বাসার আরও দুটি রুম ইন্টারনেটের স্ক্যামারদের কাছে ভাড়া দিয়েছেন বলে জানা যায়। মধুপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত