সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
চাটখিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৭ PM
চাটখিল  উপজেলার বদলকোট ইউনিয়নের ২০২৩ সালের এইচএসসি এবং ইবতেদায়ী পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।

আজ রোববার ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার বদলকোট ইউনিয়নে রহমানিয়া এস ডি টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা  আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে মেীলভি মোহাম্মদ উল্যা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইন্জিনিয়ার শামসুল করিম খোকন।

বিশেষ অতিথি ছিলেন, ০৪ নং বদলকোট ইউনিয়ন চেয়ারম্যান সোলেমান শেখ,শিক্ষানুরাগী শাহআলম, সমাজসেবক হারুন অর রশিদ, ভীমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল হাই , ওয়ার্ড মেম্বার আরিফ খান, স্বাগত বক্তব্য রাখেন সাইয়েদ আমিন সাকিব প্রমূখ।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইন্জিনিয়ার শামসুল করিম খোকন বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে চাটখিল উপজেলাকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।

মরহুম আব্দুল লতিফ মাস্টার ফাউন্ডেশন এর আয়োজনে উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন রহমানিয়া এস ডি টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক রুহুল আমিন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত