মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বালিয়াকান্দিতে নির্বাচনী উঠান বৈঠক
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১:০৩ PM
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন আ.লীগ ও পরিষদের আয়োজনে সোনাপুর আদিবাসী পাড়া এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন। 

১নং ওয়ার্ড আ.লীগ সভাপতি মো মানিক শিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে  বক্তৃতা করেন, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)  আজিজ ইকবাল, ইউপি চেয়ারম্যান মো. বাদশা আলমগীর, ইউপি সদস্য পলাশ চন্দ্র কর সহ অন্যনরা।

এসময় বক্তারা বর্তমান সরকারের বিভন্ন উন্নয়ন ও সফল্য অর্জনের বিষয়ে তুলে ধরে বলেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী ৭ জানুয়ারিতে  বাংলাদেশ আ.লীগ মনোনীত ও জাননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন রাজবাড়ী জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম কে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত