চাঞ্চল্যকর টাঙ্গাইলের মধুপুরের মাস্টার পাড়ায় একই পরিবারের ৪জনকে হত্যা এবং জেল থেকে জামিনে বের হয়ে এসে ঢাকার আশুলিয়া এলাকায় পুরনো কায়দায় একই পরিবারের ৩জনকে হত্যা করে আবারও আলোচনার শীর্ষে আসে কুখ্যাত কিলার সাগর আলী। পরিচিতি পায় সিরিয়াল কিলার হিসেবে।
ওই মামলাল আবারও আশুলিয়া থানা পুলিশ সাগর ও তার স্ত্রীসহ দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
কিন্তু হঠাৎ করেই গত ২২ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকা মেডিকেল থেকে ফোন দিয়ে তার পরিবারকে জানানো হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়েছে।
এ সংবাদে পরিবারের লোকজন ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে চলে যায় খোঁজখবর জানতে। কারাগার থেকে তার মৃতের বিষয়টি নিশ্চিত করলে পরিবারের লোকজন তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসে।
বহুল আলোচিত সিরিয়াল কিলার সাগর আলী টাংগাইল জেলার মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী গ্রামের মগরব আলীর ৫ম পুত্র।
আলোচিত সিরিয়াল কিলার খ্যাত সাগরের লাশ দেখার জন্য গ্রামের বাড়িতে শত শত উৎসুক জনতা ভিড় জমাচ্ছে বলে জানান এলাকাবাসী।
শনিবার রাতেই জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে তার পরিবার সূত্রে জানা যায়।