মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মধুপুরের চার খুন মামলার আসামি সিরিয়াল কিলার সাগরের মৃত্যু
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১:০৪ PM
চাঞ্চল্যকর টাঙ্গাইলের মধুপুরের মাস্টার পাড়ায় একই পরিবারের ৪জনকে হত্যা এবং জেল থেকে জামিনে বের হয়ে এসে ঢাকার আশুলিয়া এলাকায় পুরনো কায়দায় একই পরিবারের ৩জনকে হত্যা করে আবারও আলোচনার শীর্ষে আসে কুখ্যাত কিলার সাগর আলী। পরিচিতি পায় সিরিয়াল কিলার হিসেবে।

ওই মামলাল আবারও আশুলিয়া থানা পুলিশ সাগর ও তার স্ত্রীসহ দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

কিন্তু হঠাৎ করেই গত ২২ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকা মেডিকেল থেকে ফোন দিয়ে তার পরিবারকে জানানো হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়েছে।

 এ সংবাদে পরিবারের লোকজন  ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে চলে যায় খোঁজখবর জানতে। কারাগার থেকে তার মৃতের বিষয়টি নিশ্চিত করলে পরিবারের লোকজন  তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসে।

বহুল আলোচিত সিরিয়াল কিলার সাগর আলী টাংগাইল জেলার মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী গ্রামের মগরব আলীর ৫ম পুত্র।

আলোচিত  সিরিয়াল কিলার খ্যাত সাগরের লাশ দেখার জন্য গ্রামের বাড়িতে  শত শত উৎসুক জনতা ভিড় জমাচ্ছে বলে জানান এলাকাবাসী।

শনিবার রাতেই জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে তার পরিবার সূত্রে জানা যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত