মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১:০৬ PM
নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের টাকা দিতে না চাওয়ায় এক সন্তানের মাকে পিটিয়ে যখম করা হয়েছে। মায়ের নাম মোছাঃ সুমনা আক্তার(২২)। এটি ঘটেছে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর দোআনী গ্রামে।

এ ঘটনায় জড়তিদের আইনের আওতায় এনে শাস্তি দিতে ২৩ ডিসেম্বর রাতে মামলা দায়ের করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় বাদী হয়েছেন ঘটনার শিকার গৃহবধূর বাবা মো. আজিজুল ইসলাম। তার বাড়ি কামারপুকুর ইউনিয়নের পশ্চিম আইসঢাল গ্রামের ফকির পাড়ায়।

এই মামলায় গৃহবধূর স্বামী মো. লিটন সরকারকে প্রধান আসামী করে তিনজনকে বিবাদী করা হয়েছে। অপর বিবাদীর নাম হলো এমদাদুল হক ও মোছাঃ কোহিনুর বেগম। মামলার এজাহারে উল্লেখকৃত কথায় বাদী জানান, তার মেয়ে মোছা. সুমনা আক্তারের সঙ্গে একই উপজেলার পূর্ব বেলপুকুর দোআনী গ্রামের এমদাদুল হকের ছেলে মো. লিটন সরকারের সঙ্গে ২০২১ সালের ১৫ মার্চ বিয়ে হয়। এ সময় গরীব পিতা মো. আজিজুল ইসলাম মেয়ের সুখের জন্য দুই লাখ টাকা দেন মেয়েজামাই লিটন সরকারকে। তাদের দাম্পত্য জীবন বেশ ভালোভাবেই কাটছিল। ইতোমধ্যে তাদের সংসার জীবনে এক পুত্র সন্তানের জন্ম হয়। 

সন্তানের নাম রাখা হয় আরবী অক্ষরে মো. ছোয়াদ। এ সন্তানের বর্তমান বয়স চলছে এক বছর তিন মাস। কিন্তু এ বছরের গত ২২ ডিসেম্বর ফের দুই লাখ টাকা যৌতুক বাবদ বাবার বাড়ি থেকে আনতে স্ত্রী সুমনা আক্তারকে চাপ দেন নরপিশাচ স্বামী লিটন সরকার। স্ত্রী যৌতুকের টাকা আনতে অপারগতা প্রকাশ করলে এদিনেই বেলা ১১টার সময় বেদম মারপিট করতে থাকে লিটন সরকার। এ সময় তার স্ত্রীর আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌছে ঘটনার শিকার গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসকরা বলছে আহত এ নারী সহসাই সুস্থ হয়ে না ওঠার সম্ভাবনাই বেশি। এলোপাথারি আঘাতে শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে খতের সৃষ্টি হয়েছে। 

সেজন্য ওই বধূকে সুস্থ করতে প্রয়োজন উন্নত চিকিৎসার। মামলার বাদী আরো অভিযোগ করে বলেন, তার মেয়েকে যৌতুকের জন্য মারপিট করার অনেকাংশে দায়ি তার শ্বশুর এমদাদুল হক ও শাশুড়ি কহিনুর বেগম। মেয়ের শ্বশুর ও শাশুড়ি প্রায় সময় তাদের ছেলে লিটন সরকারকে শ্বশুরবাড়ি থেকে যৌতুক বাবদ টাকা আনতে কুপরামর্শ দেয়। আর এই সুযোগে সেও (লিটন সরকার) আমার মেয়েকে যৌতুকের টাকা আনতে চাপ প্রয়োগ করে। এমন ঘটনার জন্য চলতি বছরের মে মাসে তথা প্রায় ৯ মাস আগে যৌতুকের টাকা চাওয়া নিয়ে কামারপুকুর ইউপির গ্রাম আদালতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক মামলার বিবাদীরা যৌতুক বিষয়ে পুত্রবধূ সুমনা আক্তারকে চাপ না দেয়ার জন্য লিখিত অঙ্গিকার করে। অথচ অঙ্গিকার করার ৯ মাসের মাথায় আবার যৌতুকের টাকার জন্য মারপিট করে যখম করা হলো। এ ঘটনায় স্থানীয় বিশিষ্টজনরা বিস্মিত হয়েছেন। তারা এহেন ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছে। জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহা আলম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত ঘটনায় জড়িত বিবাদীদের গ্রেফতার করে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত