প্রবীন ষাটোর্ধ্ব বয়স্ক ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেছে লক্ষ্মীপুর -২ (আংশিক সদর) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড,নুর উদ্দিন চৌধূরী নয়ন।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহর জলছাঘরে তার ব্যাক্তিগত উদ্যোগে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড.নুর উদ্দিন চৌধূরী নয়ন। এসময় মিলাদ ও দোয়ার মাধ্যমে দেশ ও জাতীর সুরক্ষা, দেশের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে প্রতিপালকের সাহায্য কামনা করা হয়।
উল্লেখ্য শুধুমাত্র বয়স্ক ও প্রবীন ব্যাক্তিদের সমন্বয়ে কোন রকম নির্বাচনী মতবিনিময় সভা রায়পুরে এটাই প্রথম করা হয়েছে। সভায় রায়পু পৌরশহরসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক বয়স্ক ও প্রবীন ব্যাক্তিগণ বাক্কি বিল্লাহর আমন্ত্রনে সাড়া দিয়ে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ ।