আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ ইং কক্সবাজার -৪ উখিয়া - টেকনাফ সংসদীয় আসনে তৃণমূল বিএনপি'র মনোনিত প্রার্থী মুজিবুল হক চৌধুরীর সোনালী আঁশ মার্কার নির্বাচনের গণসংযোগ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে উখিয়া - টেকনাফ নির্বাচনী এলাকার মধ্যে উখিয়া,কোটবাজার,পালংখালী ও হ্নীলা ও হোয়াইক্যং এর প্রতিটি ওয়ার্ড ও এলাকায় তৃণমূল বিএনপি'র মনোনিত প্রার্থী মুজিবুল হক চৌধুরীর সোনালী আঁশ মার্কার নির্বাচনের প্রচার প্রচারণা করেন।
এসময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নে মুজিবুল হক চৌধুরী বলেন আমি জানি জনগণ আমাকে ভালোবাসে এই জনগণের পাশে থাকবো বলে জনগণ আমাকে সোনালী আঁশ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন।
উখিয়া টেকনাফ কে একটি রোল মডেল হিসেবে রুপান্তরিত করবো মাঠ পর্যায়ে জনগণের দরজায় গিয়ে আমি লক্ষ্য করি উখিয়া - টেকনাফে হাজারো জনগণ অসহায় এই অসহায় নির্যাতিত জনগণের পাশে আমি দাঁড়িয়ে দেখিয়ে দিতে চাই উখিয়া টেকনাফ একটি আধুনিকতার চমৎকার একটি রোল মডেল এই উখিয়া টেকনাফ। রোহিঙ্গাদের কারণে অনেক জনগণের ভোগান্তি হয়েছে হাসি যা পুঁটে ছিল তা চুপচাপ হয়েছে আমি নির্বাচিত হলে এই হাসি পুঁটে যাবে আশা করি কারণ আমি জনগণের সেবক হিসাবে কাজ করবো। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সোনালী আঁশ মার্কার বিকল্প নেই। সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবে। তাই কোনো ষড়যন্ত্রই সোনালী আঁশ মার্কার সুনিশ্চিত বিজয় ঠেকাতে পারবে না। তৃণমূল বিএনপি'র মনোনিত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কাঠামোগত উন্নয়ন হবে তাই স্মার্ট উখিয়া - টেকনাফ গড়তে এসময় তিনি সকলকে সোনালী আঁশ মার্কা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।