মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ঢাকা-২০ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বীতায় নৌকার প্রার্থী
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৪:১৭ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৬৩ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করলেও প্রতিটি আসনেই লড়তে হবে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে। দল থেকেও স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহ দেওয়া হচ্ছে। যে কারণে অনেক হেভিওয়েট প্রার্থীদেরও এখন চিন্তা স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে।

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। দুই স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন।

ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির জানান, জাতীয় সংসদে ধামরাইয়ের প্রতিনিধিত্ব করবেন একজন স্বচ্ছ, যোগ্য ও দক্ষতাসম্পন্ন ব্যক্তি এটিই সবার প্রত্যাশা। এক্ষেত্রে তুলনার মধ্যে দিয়ে সচেতন ভোটারদের সমর্থন বেনজীর আহমদের পক্ষে।   

অরপদিকে দুই স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ মালেক ও অপর স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনের সমর্থকেরা বলছেন ভিন্ন কথা তাদের দাবী, ধামরাইবাসী পরিবর্তন চায়। তারা এবার একজন নির্লোভ এবং কর্মীবান্ধব নেতাকেই ভোট দিয়ে সংসদে পাঠাবেন।

এ ব্যাপারে ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম জানান, এম এ মালেক সাবেক সংসদ সদস্য। তাঁর সময়ে ধামরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। তাঁর জনপ্রিয়তা রয়েছে। ধামরাইবাসী তাঁকেই নির্বাচিত করবেন।

অপরদিকে ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান জানান, সাদামাটা জীবন যাপন করেন মোহাদ্দেস হোসেন। গ্রামের বাড়িতে ভাইয়েরা থাকেন। সেখানে নিজস্ব কোন ঘর নেই তাঁর। তিনি ধামরাইয়ে ভাড়া বাসায় থাকেন। সকল ধর্মের লোকজনের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো। সকলকে নিজের সাধ্যঅনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেন। সকল দলের বয়োজ্যষ্ঠদের সম্মানসহ কর্মীদের মূল্যায়নের কারণে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।

দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দলের নেতা-কর্মীদের প্রচারণায় অংশগ্রহণের বিষয়টি নিয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার এক দায়িত্বশীল নেতা জানান, দলের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলীয় একটা সিদ্ধান্ত রয়েছে। তবে যেহেতু দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে নমনীয়, সে ক্ষেত্রে দলের কেউ চাইলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে পারেন। এ নিয়ে দল কোনো বাধা দেবে না।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত