মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
খালেদা জিয়ার কেবিনে প্রবেশ চেষ্টাকারী যুবক ২ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৭:২৭ PM
রোববার (২৪ ডিসেম্বর) সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনে সুজন নামের ওই যুবক প্রবেশের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে ভাটারা থানা পুলিশের কাছে সোপর্দ করে।  

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ৫৪ ধারায় (সন্দেহজনক) গ্রেফতার দেখিয়ে সুজনকে আদালতে পাঠানো হয়। পরে তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়।
 
এদিকে খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘গতকাল খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক।’ খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন রিজভী। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত