নেত্রকোনার কলমাকান্দায় আজ থেকে শুরু হয়েছে খ্রীস্টানদের ধর্মীয় উৎসব পাক বড়দিন উদযাপন।
২৪ শে ডিসেম্বর রাত ১২টার পর থেকে খ্রীস্টান সমপ্রদায়ের ২৫ ডিসেম্বর পাক বড়দিন পালন উৎসব শুরু হয়ে ৩১শে ডিসেম্বর (রবিবার ছোটদিন) এর মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।
ক্রিসমাস ডে হল একটি বার্ষিক খ্রিস্টান উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হবে।ঈশ্বরের পুত্র যিশু খ্রিস্টের জন্মকে স্মরণ করে। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবসের অনুষঙ্গেই ২৫ ডিসেম্বর তারিখে যিশুর জন্মজয়ন্তী পালনের প্রথাটির সূত্রপাত ঘটে। বড়দিন বড়দিনের ছুটির কেন্দ্রীয় দিন এবং খ্রিষ্টধর্মে বারো দিনব্যাপী খ্রিষ্টমাসটাইড অনুষ্ঠানের সূচনাদিবস। খ্রিস্টের প্রকৃত জন্ম তারিখ অজানা, তবে ৪র্থ শতাব্দী থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ক্রিসমাস প্রতীকীভাবে উদযাপন করা হয়।
এ দিবস উপলক্ষে লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ি এলাকার বীর মুক্তিযোদ্ধা মেরী রংদী,কুইন্টার ঘাগ্রা ও মানিক হাজং জানান, আমাদের এ উৎসব প্রতি বছর জাঁকজমকপূর্ণ ভাবে গীর্জায় গীর্জায় প্রার্থনার মধ্য দিয়ে আতশবাজি রংবেরঙের বেলুন উড়িয়ে আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে পালন করে থাকি।