রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
রংপুর-১ আসনে মাঠ কাঁপাচ্ছেন রাঙ্গা-বাবলু
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১:০৩ PM
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে ৯ জন প্রার্থী থাকলেও ভোটের মাঠ দখলে রেখেছেন  ২ জন স্বতন্ত্র প্রার্থী।  বর্তমানে রংপুর-১ আসনে সক্রিয় দুই স্বতন্ত্র প্রার্থী  ব্যাপক প্রচার প্রচারনা করছেন।তারা হলেন,গত তিনবারের সংসদ সদস্য, বিরোধীদলীয় চীফ হুইপ ও সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা,যাহার প্রতীক হচ্ছে ট্রাক এবং সাবেক গংগাচড়া উপজেলা চেয়ারম্যান ও রংপুর জেলা আওয়ামীলীগের সদস্য আসাদুজ্জামান বাবলু, প্রতীক হচ্ছে কেটলি।

সাধারন মানুষের ভালবাসায় এগিয়ে আছেন মশিউর রহমান রাঙ্গা এবং আসাদুজ্জামান বাবলু। রংপুর -১ আসনের অন্যান্য প্রার্থীরাও ভোটারদের বাড়ীতে ভোট ও দোয়া চাচ্ছেন। তবে প্রার্থীদের প্রতিশ্রুতি শুনে ভোটের সিদ্ধান্ত নিবেননা জানান ভোটাররা। লক্ষীটারি ইউনিয়নের মহিপুর গ্রামের গৃহবধূ আদুরী খাতুন বলেন  "প্রার্থীর মিষ্টি কথায় মুই এবার ভোট দিবার নেং,দেখি শুনি ভোট দেম, যায় গরীব দুঃখীর কষ্ট বুঝবে হামার গ্রামের উন্নতি করছে তার মার্কায় ভোট দেইম। বড়বিল ইউনিয়নের বকসিবগঞ্জ   বাজারের আলা মিয়া বলেন" ভোট আলছে,প্রার্থীরা বাড়ী আসি ভোট চাওছে,কওছো ভোট ওমাক দিলে হামার উন্নতি হইবে,কিন্তু ভোট গেইলে ওমরা ওগলা কথা মনে থোয় না সগই ভুলে যায়, এবার দেখি শুনি সৎ মানসোক ভোট দেমো।"

উল্লেখ্য, গঙ্গাচড়া উপজেলা সহ সিটি কর্পোরশনের ১-৮ নং ওয়ার্ড মিলে রংপুর-১ আসন। স্বতন্ত্র দুই প্রার্থীর জনসভায় হাজার হাজার মানুষ উপস্থিত হন। উক্ত জনসভায় তাদের বক্তব্যে বলেন সুষ্ঠ নির্বাচন হলে ২০২৪ সালে রংপুর-১ আসন হতে বিদায় হবে লাঙ্গল। এ দিকে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার এর জনসভা এবং পথসভা একেবারেই কম।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত