সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
বিএনপিতে আমি একজন অন্যতম ঘোড়া ছিলাম : শাজাহান ওমর বীর উত্তম
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১:১৯ PM
‘বিএনপিতে আমি একজন অন্যতম ঘোড়া ছিলাম। এখন বিএনপিতে আর কোনো ঘোড়া নাই।বিএনপিতে এখন আছে শুধু ভেড়ার দল। আমি ছিলাম শেষ ঘোড়া। আমার আগে কিছু ঘোড়া চলে গেছে।’ একথা বলেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে আসা নৌকা প্রতিকের প্রার্থী ব্যারিষ্টার মুহাম্মদ শাহজাহার ওমর বীর উত্তম। রবিবার বিকাল ৪টার দিকে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহের শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন,সময়ের প্রয়োজনে আমি এখানে আসছি। আমি মনে করি বর্তমান এই সময়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা দরকার। কারণ এই দেশে কিছু কুচক্রী মহল, কিছু দেশ বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের গার্মেস দেবেনা, আমাদের সেনাবাহীনি বিদেশ থেকে পাঠিয়ে দেবে। আমাদের অর্থনৈতিক চাপ দিবে। দেশটাকে একটা অস্থীতিশীল দেশে রুপান্ত করায় লিপ্ত। এতে করে আমার দেশীও কিছু লোকজনও বিভিন্ন কায়দায় জড়িত। একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন স্বাধীন চেতনার মানুষ হিসেবে, আমার ব্যক্তিগত লোভ লালসার চেয়ে আমি মনে করি এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের প্রাণ বিসর্জন দিতেও বিলম্ব করবে না, সে হলো নেত্রী শেখ হাসিনা। আমি তার সাথে জয়েন করেছি। আমার কোন লোভ লালসা নাই। আমি এখানে চার বার এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি। আমি একমাত্র কমান্ডার যিনি বরিশালে বাংলাদেশের বিতরে যুদ্ধ করেছি। বাকি সব লোক বর্ডারে যুদ্ধ করেছে। দিনে টুক টুক করে সন্ধ্যায় আবার নিরাপদ স্থানে আশ্রয় নিতো। আমার কোন বর্ডার ছিল না। আমার উত্তরে ফরিদপুর, একপাশে খুলনা, এক পাশে নোয়াখালি আর এক পাশে কঙ্গোপসাগর। আপনাদের ভিতরে থেকেই আমাকে যুদ্ধ করতে হয়েছে। তখনই আমি রাজনীতি শিখেছি। তখন কিভাবে সংগঠন করতে হয় তা শিখেছি। এখন এই জাতির পিছনে  মহা শত্রু লাগছে। কি কারণ সেটা আমি নাইবা বললাম। বিএনপিতে আমি একজন অন্যতম ঘোড়া ছিলাম। এখন বিএনপিতে আর ঘোড়া নাই। বিএনপিতে এখন আছে ভেড়ার দল। আমি ছিলাম শেষ ঘোড়া। আমার আগে কিছু ঘোড়া চলে গেছে। আমাদের আরো জাগতে হবে। আমাদের দেখা দেখি পাশে যত জেলা আছে সব জেলা জেগে উঠবে। নেত্রী শেখ হাসিনা কেনো জানি আমায় খুব পছন্দ করেন। আগে থেকেই পছন্দ করতেন। তিনি বললেন আপনি আমার পাশে থাকেন। দেশের সার্বভৌমত্ব আপনাদের নিয়ে টিকিয়ে রাখবো। আমি তার ডাকে সারা দিয়েছি। বিজয় আমাদের সুনিশ্চিত শেখ হাসিনার নের্তৃতে। 

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক মোঃ জিয়া হায়দার খান লিটন, সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু প্রমূখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত