পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড গাজীনগর এলাকায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী ও খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি ত্রিপুরা, জেলা মহিলা আওয়ামী লীগের অন্যতম সদস্য নুসরাত জাহান শুচি, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এমরান হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা বেগম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহরম আলী সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী ৭ ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা'কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। উনাকে যতবেশি ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবেন ততবেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আপনাদের জন্য কাজ নিয়ে আসবেন।