মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবধর্না প্রদান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৪:০৬ PM
মানসম্মত ও আধুনিক শিক্ষার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা দাশুড়িয়ার একমাত্র দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে  বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৫ ডিসেম্বর সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ এই সংবধর্না প্রদান করা  হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক গোপাল অধিকারী’র সভাপত্বিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের সদস্য তফিকুজ্জামান রতন মহলদার। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী ও ঈশ্বরদী কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান।

শিশুর শিক্ষায় মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে বক্তারা বলেন একজন মা’ই পারে সন্তানের উজ্জল ভবিষৎ গঠনে ভূমিকা রাখতে। একজন মা যদি সচেতন হয় তাহলে একটি সন্তান অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত তবে। মানসম্মত শিক্ষায় ভাল প্রতিষ্ঠান বেছে নেওয়ার পাশাপাশি মাদক থেকে সন্তানদের দূরে রাখতে বিভিন্ন দিক নির্দেশনা দেন বক্তারা। 

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল’র পাঠদান পদ্ধতির প্রশংসা করে তারা বিদ্যালয়টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন অতিথি ও অভিভাবকরা। এসময় সরোয়ার জাহিদ তপন,  প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুবর্ণা অধিকারী, শিক্ষক জাকির হোসেন, আনজুমান আরা আন্না, সাথী খাতুন, আরজু মনোয়ারা, সন্তোষ দাস, মেহজাবিন মেঘলা, বিথিসহ অত্র বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও  ছাত্র-ছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে ২০১৯ সালে বৃত্তিপ্রাপ্তদের সার্টিফিকেট ও সম্মাননা এবং বার্ষিক পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত