হারুনুর রশিদ বগুড়ার কাহালুতে খড়ের গাদায় লুকিয়ে রাখা অজ্ঞাতনামা পুরুষ (৩৫) এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কাহালু থানা পুলিশ।
২৪ ডিসেম্বর রোববার বিকেলে উপজেলার কালাই ইউনিয়নের কাওড়া সুখান গাড়ি নামক স্থানে একটি খড়ের গাদার মধ্য হতে ঐ অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের গায়ে নীল রংয়ের জ্যাকেট ও জিন্সের প্যান্ট ছিলো। দুর্বৃত্তরা বেশ কয়েক দিন আগে তাকে হত্যা করে ঐ খড়ের গাদায় লুকিয়ে রাখে বলে ধারণা করছে পুলিশ। খড়ের গাদায় লুকিয়ে রাখা ঐ মরদেহের গন্ধ পেয়ে শৃগাল অথবা কুকুর মরদেহের কিছু অংশ খড়ের গাদা হতে টেনে বের করে রাখলে স্থানীয় লোকজন সেটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রোববার বিকেল ৪টার দিকে ঐ মরদেহটি উদ্ধার করে বগুড়া মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, মরদেহটির মূখ মন্ডলের চামড়া খসে পড়ায় এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।