ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ।
রবিবার রাত সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া সাকিনস্থ হাজী মেসার্স জিন্নাত খন্দকার অটো রাইস মিলের মূল ফটকের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পার্শ্ব ডাকাতির প্রস্তুতি কালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তাতার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ জাকির মিয়া (৩৪), মোঃ ছাদেক আহম্মেদ (৩০), মোঃ জহিরুল ইসলাম (২৮), মোঃ আকাশ মিয়া (২২), মোঃ শওকত আলী (৩০)।
জানা যায়, সরাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আ.স.ম আতিকুর রহমানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) রহমান খান পাঠান, এসআই (নিরস্ত্র)/মোঃ আবু তাহের, এএসআই (নিরস্ত্র) দিলিপ কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাত সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া অভিযান চালিয়ে সাকিনস্থ হাজী মেসার্স জিন্নাত খন্দকার অটো রাইস মিলের মূল ফটকের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পার্শ্ব ডাকাতির প্রস্তুতি কালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার করেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ এমরানুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ডাকাতরা ঢাকা-সিলেট মহাসড়কের উল্লেখিত এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সংবাদ ভিত্তিতে এ সময় থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এছাড়া আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।