আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতি এ কে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ নির্বাচনে স্থানীয় সাধারণ মানুষের প্রায় পঁচাত্তর থেকে আশি শতাংশ মানুষ তাকে ভোট দিবে বলে স্থানীয়রা জনগণ মনে করেন।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বানারীপাড়ায় এ কে ফাইয়াজুল হক রাজুর সমর্থনে সকল বাধা-বিপত্তি পেরিয়ে হাজারো হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। বানারীপাড়ার আট ইউনিয়ন থেকে ট্রলার, অটোরিকশা, মোটরসাইকেল করে আবার অনেকেই পায়ে হেঁটে ঈগল মার্কার সমর্থনে সাধারণ মানুষের ঢল নামে। এ সময় হাজারো হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতিধ্বনিতে প্রকম্পিত হয়, স্লোগানে স্লোগানে মুখরিত হয় বানারীপাড়া বন্দর।
স্থানীয় নবীন-প্রবীণরা জানান, নবীন-প্রবীণ সব শক্তিই শেরে বাংলার নাতি এ কে ফাইয়াজুল হক রাজুর পাশে রয়েছে। বহিরাগত আশি বছরের কোনো প্রার্থী দল-মত নির্বিশেষে কেউ মেনে নিতে পারছে না। তাই ঈগল প্রতীকই হবে বানারীপাড়া-উজিরপুরের আশা-ভরসার একমাত্র আশ্রয়স্থল।
শেরে বাংলার উত্তরসূরি এ কে ফাইয়াজুল হক রাজু বলেন, বানারীপাড়া-উজিরপুরে একটি ভোট বিপ্লব ঘটাব, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আমি সামনে অগ্রসর হতে চাচ্ছি। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, ভোটে ঈগল শুধু একটি প্রতীক মাত্র। কিন্তু আপনাদের ভালোবাসা, সহানুভূতিই আমার কাছে বড় প্রতীক।
তিনি আরো জানান, এই মাটির সঙ্গে আমার আবেগ ও দায়বদ্ধতা অন্যান্য যেকোনো রাজনীতিবিদের চেয়ে অনেক বেশি। আপনাদের ভালোবাসা ও এ মাটির ঘ্রাণ আমাকে মোহিত করে। বহু বছর ধরে বানারীপাড়া-উজিরপুরের প্রতিটি জনপদে আমি হেঁটেছি, ঘাম ঝরিয়েছি, আপনাদের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিয়েছি।
বানারীপাড়ায় এ কে ফাইয়াজুল হক রাজুর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কজিয়াউল হক মিন্টুর সভাপতিত্বে এ নির্বাচনি জনসভাটি অনুষ্ঠিত হয়।
এদিকে, উজিরপুর উপজেলার বামরাইলে স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈগল প্রতীকের প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর সোমবার বিকেল ৫টায় বামরাইল ইউনিয়নে খোলনা শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেঈগল প্রতীকের প্রার্থীর উঠান বৈঠকটি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ কে ফাইয়াজুল হক রাজু বলেন, সরকারের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়া, আমি সে লক্ষ্যেই নির্বাচনে অংশগ্রহণ করছি এবং আপনাদের ভালো-মন্দে পাশে ছিলাম এবং সবসময় থাকবো এ অঙ্গীকার করছি। এ সময় ঈগল প্রতীকে ভোট চেয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। এ কে ফাইয়াজুল হক রাজুর সহধর্মিণী সালমা ফাইয়াজ হকও সাধারণ মানুষের সঙ্গে মিলে নির্বাচনি কাজে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।
উজিরপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বালী, উপজেলা সদস্য সচিব ও ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাহাবুদ্দিন আহমেদ মাইনুলসহ সর্বস্তরের মানুষ এ উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।