ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, আমি কথায় নয় কাজে বিশ্বাসী, আমি যদি নির্বাচিত হই তাহলে আমার এলাকার ভোটারদের সঙ্গে একসঙ্গে বসে তাদের সমস্যার কথা শুনে সেগুলো সমাধান করার জন্য আমার সাধ্যমত চেষ্টা করবো। এবং আমার ব্যক্তিগত কিছু পরিকল্পনা আছে যেটা আমি নির্বাচিত হওয়ার পর বাস্তবায়ন করবো। কারণ আমি কথায় নয় কাজে বিশ্বাসী।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর দক্ষিণের ২২নং ওয়ার্ড হাজারীবাগ এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি জয়ী হলে এ বিজয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করবো।
ফেরদৌস আহমেদের নির্বাচনি প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে আসনটির পুরো এলাকা। ভোটারদের দুয়ারে দুয়ারে যাওয়া অব্যাহত রয়েছে নৌকার এ প্রার্থীর। প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি ছুটে চলেছেন অলিগলিতে। ‘ভোট আপনার অধিকার, উন্নয়ন আমার অঙ্গীকার’ এ স্লোগানে নির্বাচনি প্রচার-প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠকসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
ডিএসসিসির ২২নং ওয়ার্ডের প্রায় প্রতিটি এলাকা ও অলিগলিতে ছুটে গেছেন চিত্রনায়ক ফেরদৌস। একইভাবে ১০ আসনে তার পক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনি প্রচার-প্রচারণা, মিছিল ও গণসংযোগ করেছেন নেতাকর্মী-সমর্থকরা।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ উল্লাহ মধু। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।