সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
আশুলিয়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৭ PM
আসন্ন জাতীয় দ্বাদশ নির্বাচনে ঢাকা-১৯ আসন (সাভার-আশুলিয়া) থেকে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মীদের বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. সিরাজুল ইসলাম। 

সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ। এর আগে সোমবার ভোর ৬টার দিকে আশুলিয়ার জামগড়া গোরাট এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন-আশুলিয়ার জামগড়া গোরাট এলাকার সাহাবুদ্দিন মাদবরের ছেলে মো.আরিফসহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জন।

ভুক্তভোগী মো. সিরাজুল ইসলাম বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সাইফুল ইসলামের সমর্থক। আমি পোস্টার ও ব্যানার লাগানোর কাজ করি। সকালে আশুলিয়ার গোরাট এলাকায় কর্মীদের সঙ্গে নিয়ে পোস্টার লাগালোর সময় নৌকা প্রতীকের সমর্থক আরিফ মাদবর ও তার ৭-৮ জন সহযোগী আমাদের মারধর করে এবং পোস্টার ছিড়ে ফেলে। এ সময় ওই এলাকায় পুনরায় পোস্টার লাগাতে দেখলে প্রাণ নাশের হুমকি দেয় আরিফ মাদবর। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায়ও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবো।

এ ব্যাপারে নৌকা প্রতীকের সমর্থক আরিফ মাদর বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সায়েদ বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের নির্বাচন অফিসে অভিযোগ করতে বলা হয়েছে। নির্বাচন কমিশন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত