নড়াইল-২ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, যদি সংসদ সদস্য হই, আমি আপনাদের প্রত্যেকের ভোটেই সংসদ সদস্য হতে চাই।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে নড়াইল শহর থেকে রওনা হয়ে বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে পৌঁছায় মাশরাফি। সেখানে উপস্থিত নেতাকর্মী ও জনতার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তৃতীয় দিনের প্রচারণা করতে গিয়ে দরি-মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মাশরাফি বলেন, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। আপনার মূল্যবান ভোটটি দিবেন। আপনারা কষ্ট করে হলেও কেন্দ্রে যাবেন। আমি আপনাদের ভোট চাই। যদি সংসদ সদস্য হই, আমি আপনাদের প্রত্যেকের ভোটেই সংসদ সদস্য হতে চাই। আপনাদের প্রত্যেকের ভোটটা খুবই জরুরি। আপনারা কেন্দ্রে যাবেন এবং আপনাদের ভোটটা দিবেন। আর আমার জন্য দোয়া করবেন। আর আমার যা করণীয় আমি সুযোগ পেলেই সে কাজগুলো শেষ করব।
এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন,সহ-সভাপতি ফয়জুল হক রোম,লোহাগড়া উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি,নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখী, নলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃনুর জালাল বিশ্বাস,লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য ও নলদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ প্রমুখ।
উল্লেখ্য,মঙ্গলবার সারাদিন পর্যায়ক্রমে নলদী ও লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করবেন মাশরাফি।