মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রায়পুরে সাংবাদিকদের সাথে নৌকা’র প্রার্থী নয়নের মতবিনিময়
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৮ PM
লক্ষ্মীপুর -২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড.নুর উদ্দিন চৌধূরী নয়ন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১টার সময় রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠানের রায়পুর মীরগঞ্জ সড়কস্থ ব্যাক্তিগত কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য কালে তিনি বলেন আগমী ৭ তারিখের জাতীয় নির্বাচনে জোর জবরদস্তি করে নয়,আমি আমার আচরণ দিয়ে এখানকার মানুষের মন জয় করে নিতে চাই। আমি আমার দলীয় সকল নেতা কর্মীদেরকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছি কোথাও কোনরকম নির্বাচনী আচরণবিধি যেন লঙ্ঘন করা না হয়। আমার প্রতিদন্ধি সকল প্রার্থী যেন শান্তি এবং শৃঙ্খলা মোতাবেক তারা তাদের নির্বাচন পরিচালনা করতে পারে এব্যাপারে তাদের প্রতি দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, ৩নং চরমোহনা ইউনিয়নের চেয়ারম্যান সফিক পাঠান,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুসাঈদ জুটনসহ দলীয় আরও অন্যান্য নেতা কর্মীগণ। এসময় বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় কর্মরত রায়পুর সাংবাদিক ক্লাব,সাংবাদিক ইউনিয়ন ও রিপোটার্স ইউনিটির সাংবাদিকগণ সেখানে উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত