মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
এমপি রাজুকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৪:৪৫ PM
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী রায়পুরায় স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী কর্তৃক এক জনসভায় নৌকার প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ ছয় বারের এমপি বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজুকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। 

রাজিউদ্দিন আহমেদ রাজুকে মুক্তিযোদ্ধা হিসেবে কটাক্ষ ও কটূক্তিকর মন্তব্য করার প্রতিবাদে উপজেলা সেক্টর কমান্ডার ফোরাম ৭১, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর)  সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা প্রিতি রঞ্জন সাহা, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান ও চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেল, মাহমুদা আক্তার ডলি, আব্দুল হালিম, কামাল উদ্দিন সবুজ, চেয়ারম্যান মঞ্জুর এলাহী প্রমূখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত