মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রাতে ভোট অপপ্রচার, এমনটা হওয়ার কোনো সুযোগ নেই: সিইসি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৫:১৪ PM আপডেট: ২৬.১২.২০২৩ ৫:২০ PM
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন দ্বাদশ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপারই যাবে ভোটের দিন সকালে। সুতরাং কথিত যে রাতের ভোট বলে অপপ্রচার চালানো হচ্ছে সেটি হওয়ার কোন সম্ভাবনা নেই৷ আমি সেটা শতভাগ নিশ্চয়তা দিতে বলতে পারি৷ এছাড়া ভোটার যাকেই ভোট দিবে সেই প্রার্থীর খাতাতেই সেই ভোট যুক্ত হবে৷ এক মার্কার ভোট অন্য মার্কায় যাবে না সেই বিষয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি৷ 

সিইসি কাজী হাবিবুল আউয়াল চট্টগ্রামে সংসদ নির্বাচনে প্রার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে দুটি পৃথক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন৷  

মঙ্গলবার দুপুরে নগরীর আইস ফেক্টরী রোড়ে পিটিআই অডিটোরিয়ামে দেয়া ব্রিফিং এ সিইসি বলেন, অনেক প্রার্থী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আমাদের ভোট নাকি অন্য মার্কায় চলে যাবে৷ আর কেউ কেউ বলেছে, আগের রাতে ভোট হলে কি হবে৷ আমি তাদের শতভাগ নিশ্চিত করে বলেছি এসব হওয়ার কোন সম্ভাবনাই নেই। যে বা যারা এসব প্রচার করছে তা উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার৷ প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌছবেই ভোটের দিন সকালে৷ প্রার্থীদের পোলিং এজেন্টের উপস্থিতিতে খালি ব্যালট বক্স সিল করা হবে৷ একই ভাবে প্রতিটি প্রার্থীর এজেন্টের সামনে ব্যালট বক্স খোলা হবে৷ গণনা করে নির্ধারিত ফর্মে ফলাফল লিপিবদ্ধ করে প্রতিটি পোলিং এজেন্টের সাক্ষর নিয়ে তারপর সেই ফলাফল রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে৷ আসন্ন নির্বাচনে বিশেষ এপসের মাধ্যমে প্রতিটি কেন্দ্রের ভোট গণনা মনিটরিং করা হবে৷ প্রতি দুই ঘণ্টা অন্তর জানা যাবে কেন্দ্রের ভোট সংখ্যা৷ 

সিইসি চট্টগ্রামের সার্বিক ভোটের পরিবেশ সন্তোষজনক উল্লেখ করে বলেন, দুই একটি স্থানে কিছু ঘটনা ঘটেছে আমরা তাৎক্ষণিক সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি ৷ প্রার্থীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি৷ নির্বাচনে অর্থের বিনিময়ে পেশি শক্তিকে ব্যবহারের একটি প্রবণতা আমাদের দেশে চলে আসছে৷ আজকের বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা এসব পেশি শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি৷ 

নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে গণমাধ্যমকে দ্বায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভোট কেন্দ্রে প্রবেশে সাংবাদিকদের কারো অনুমতির প্রয়োজন হবে না৷ একই ব্যবস্থা নির্বাচন পর্যবেক্ষকদের জন্যও থাকবে৷ শুধু মাত্র চিত্র ধারণ করতে কেন্দ্রের দ্বায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারের অনুমতি নিতে হবে৷ 

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আমরা অনেক প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি৷ তবে তাৎক্ষণিক কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না৷ তবে একথা বলতে পারি আচরণ বিধি লংঘন করলে কাউকে ছাড় দিচ্ছি না, আগামীতেও দেবো না। চট্টগ্রামে কেন্দ্র গুলোর মধ্যে যে গুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হবে সেগুলোতে বিশেষ ব্যবস্থা ও নজরদারির উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। 

এসময় নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন৷
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত