দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী আনোয়ার হোসাইনকে আচরণবিধি লঙ্গনের দায়ে জরিমানা করা হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় কমলগঞ্জ পৌর এলাকার কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থীর পক্ষে মিনার প্রতীকের প্রচারগাড়ি সিএনজি অটোরিক্সায় ৩ দিকে নিয়ম বহির্ভুতভাবে ব্যানার লাগানোর অপরাধে প্রার্থী আনোয়ার হোসাইনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইস আল রেজুয়ান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা প্রদান করনে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ৭ (১) ক ধারা ১৮ (১) মোতাবকে সিএনজি অটোরিক্সায় আচরণবিধি লঙ্গনের দায়ে ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী আনোয়ার হোসাইনকে জরিমানা করা হয়।