সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
খুলনায় জুটমিলে আগুনে ৭০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৬:১৯ PM
খুলনায় একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকান্দের ঘটনা ঘটেছে। সোমবার রাতে ১০টার দিকে দিঘলিয়া উপজেলার নগরঘাট সংলগ্ন জামান জুট মিল করপোরেশনে এ অগ্নিকান্দের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে আনে। 

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করেন। এদিকে, মিল কর্তৃপক্ষ দাবি করেছে, অগ্নিকান্দে মিলের প্রায় ৬০/৭০ কোটি টাকার পাটসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরঘাট এলাকার জামান জুট মিলে আগুন লাগে। সংবাদ পেয়ে রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জামান জুট মিল করপোরেশনের নির্বাহী পরিচালক রিপন মোল্লা জানান, সোমবার রাত ৯টায় মিল বন্ধ করে বাসায় চলে আসার পর আগুন লাগার সংবাদ পাই। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরো জানান, আগুনে মিলের ১৩০ মেট্রিক টন পাট, ১১টি স্পিনিং, ১৩টি ড্রইং, তিনটি রিং টুয়েস্ট, একটি কফ, চার সেট রোল, ৮০টি পিজিসন টেবিল ও পাঁচটি ফিনিসার, চারটি ব্রেকার, ৮০ মেট্রিক টন ফিনিক্স গুড ও একটি ফোকলিফসহ  প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকার মালামাল পুড়ে বিনষ্ট হয়ে গেছে। 

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড়ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তদন্তের পর কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিভাবে আগুন লাগলো সেটি নিশ্চিত হওয়া যাবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত