পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নৌকা প্রতীকের পক্ষে পৌর আওয়ামী লীগের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাটিরাঙ্গার নির্বাচনী মাঠ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রায় ছয় শতাধিক পাহাড়ি বাঙ্গালী ভোটার স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। এ সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিন মিয়া'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহিন আলম'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ ফরাজি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সুমন, পৌর যুবলীগের সভাপতি আরিফ হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাদাত হোসেন,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল মজুমদার সহ উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ভোট কেন্দ্রে এসে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা'কে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।