সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা, প্রেমিকসহ স্ত্রী আটক
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১:২৭ PM
টাঙ্গাইলের ভূঞাপুরে পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যার পর মরদেহ গু‌ম করার জন্য বালুচাপা‌ দেয় স্ত্রী। এঘটনায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভি‌ত্তিতে স্বামী নাঈম হোসেন (২০) এর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাঈম উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৬ ডি‌সেম্বর) রাতে জামালপুর জেলার স‌রিষাবা‌ড়ী উপজেলার চর ডাকাইতাবান্দা এলাকা থেকে স্বামীর মরদেহ উদ্ধার করে পু‌লিশ। হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক মাসুদ ও স্ত্রী রেশ‌মি খাতু‌নকে আটক করেছে পু‌লিশ। প্রেমিক মাসুদ অর্জুনা ইউনিয়নের চরভরুয়া গ্রামের আব্দুল হাই এর ছেলে এবং স্ত্রী রে‌শ‌মি খাতুন একই ইউনিয়নের রামাইল গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের রামাইল গ্রামের রেশমিকে ভালোবেসে বিয়ে করেন একই উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের চা বিক্রেতা শফিকুল ইসলাম দুদুর ছেলে নাঈম হোসেন। কিছুদিন যেতে না যেতেই ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে মাসুদের সঙ্গে পরকীয়ায় জরিয়ে পড়ে রেশমি। স্বামী নাঈমের অগোচরে চলতে থাকে তাদের পরকীয়া।

এরই গত ১৯ ডিসেম্বর স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যায় নাঈম। সেদিন বিকেলেই নববধূ স্ত্রীসহ চরে ঘুরতে বের হয়ে নিখোঁজ হয় নাঈম। এরপর রাতে রেশমি বাবার বা‌ড়ি গিয়ে জানায় তার স্বামী নাঈম চলে গেছে। এরপর থেকে নাঈমের খোঁজ পাওয়া যা‌চ্ছিল না। এ ঘটনায় স্ত্রী রেশমি ও পরকীয়া প্রেমিক মাসুদকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী রেশমি ও পরকীয়া প্রেমিকের দেওয়া তথ্যমতে বালুর নীচ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ আহসান উল্লাহ্ বলেন, ঘটনা‌টি খুবই মর্মা‌ন্তিক। স্বামীকে বেড়ানোর কথা বলে প‌রিক‌ল্পিতভাবে পরকীয়া প্রেমিকের সহায়তায় হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে বালুচাপা দেয়। পরে রেশ‌মি ও মাসুদকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত‌্যা‌র কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভি‌ত্তিতে মঙ্গলবার রা‌তে নিহতের মর‌দেহ উদ্ধার ক‌রা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত