নড়াইল-২ (লোহাগড়া-সদরের একাংশ) আসনে প্রার্থিতা ফেরত পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম। তিনি ঈগল প্রতীক পেয়েছেন। লায়ন মো. নূর ইসলাম নিজেই প্রার্থীতা ফেরত এবং ঈগল প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী লায়ন নূর ইসলামের প্রার্থিতা ফেরত দিয়ে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আদালতে নূর ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সেলিনা আক্তার চৌধুরী।
আইনজীবী বলেন, এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় গত ৪ ডিসেম্বর লায়ন নূর ইসলামের প্রার্থিতা বাতিল করেন নড়াইলের রিটার্নিং কর্মকর্তা। গত ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশনও নূর ইসলামের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রার্থী নূর ইসলাম। গত ১৮ ডিসেম্বর বিচারপতি মো. ইকবাল কবীরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে দেন। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়। আজ শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে লায়ন নূর ইসলামকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন।
নড়াইল-২ আসনে প্রতিদ্ব›িদ্বতা করছেন, আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা (নৌকা) প্রতীক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান (হাতুড়ী) প্রতীক, জাতীয় পার্টির অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল) প্রতীক, ইসলামী ঐক্যজোটের মো.মাহাবুবুর রহমান (মিনার) প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জেলা সভাপতি মো.মনিরুল ইসলাম (আম) প্রতীক, গণফ্রন্টের মোঃ লতিফুর রহমান (মাছ) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম (ঈগল) প্রতীক নিয়ে।