শ্রীমঙ্গলে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসুচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পে নিয়োজিত আয়বর্ধনমুলক ৩ দিনের প্রশিক্ষন শেষ হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে এলজিইডি মৌলভীবাজারের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন, এলজিইডি মৌলভীবাজারের ট্রেনিং অফিসার মোঃ প্রান্তিক হোসেন, কমিউনিটি অর্গানাইজার আরতী বালা পাল। প্রশিক্ষণে শ্রীমঙ্গল উপজেলার সড়ক রক্ষনাবেক্ষন কাজে নিয়োজিত দু:স্থ ৯০ নারী কর্মী অংশ গ্রহন করেন।