সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
খুুলনা বিভাগে শিক্ষার্থীদের জন্য ৩ কোটি বই বরাদ্দ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ২:২১ PM
১জানুয়ারি বই উৎসব। খুদে শিক্ষার্থীদের জন্য নববর্ষে শ্রেষ্ঠ উপহার। শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে নতুন বই। নতুন বই পাইয়ে শিশুরা আনন্দের উচ্ছাস ছড়াবে। মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা অন্যতম যা মানুষের আচারণের ইতিবাচক পরিবর্তণ আনে। শিশুদের হাতে বিনামূলে শ্রেষ্ঠ উপহার হিসেবে বই তুলে দেয়া হবে।

খুলনা বিভাগে জেলা সদরসহ ৭১উপজেলায় প্রাথমিক, মাদরাসা  ও মাধ্যমিক  বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৩কোটি ৯৯লাখ ৭হাজার ৩৩৭টি বরাদ্দ দেয়া হয়েছে। বইয়ের মধ্যে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে ২লাখ ৯৯হাজার ২৭৫টি, প্রাথমিক বিদ্যালয় ৭৯লাখ ৩০হাজার ৫১০টি এবং ইফতেদায়ী, দাখিল, মাধ্যমিক ও ভোকেশনাল ২কোটি ২৭লাখ ৫৭হাজার ৫৫২টি। ইতোমধ্যে  প্রাথমিক ও প্রাক- প্রাথমিক শ্রেণির শতভাগ বই পাওয়া গেছে। মাধ্যমিক পর্যায়ে ৪৬শতাংশ বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌছে গেছে। এই বইয়ের মধ্যে কিন্ডার গার্টেনের বইও রয়েছে।      

সূত্র জানিয়েছে, ১ম-৫ম শ্রেণির বইয়ের মধ্যে রয়েছে প্রাথমিক পর্যায়ে বাংলা ভার্ষন ও প্রাক-প্রাথমিক শ্রেণির বই রয়েছে। 

বরাদ্দকৃত বইয়ের মধ্যে রয়েছে খুলনা জেলায় প্রাক-প্রাথমিক ৩৯৭৩৫টি, প্রাথমিক ১০১৬৬৩৭টি। বাগেরহাটে প্রাক-প্রাথমিক ৩০১৭৪টি, প্রাথমিক ৭২৭৩৫৯াট।  সাতক্ষীরায় প্রাক-প্রাথমিক ৩৭৮৯১টি, প্রাথমিক ৯৪৫৭২০টি। ঝিনেদায়  প্রাক- প্রাথামক  ৩৪৫২৮টি, ৯৪৩২৯৮টি। চুয়াডাঙ্গায় প্রাক- প্রাথমিক ১৮৯০০টি, প্রাথমিক ৫৫০২১৫টি। মাগুরায় প্রাক- প্রাথমিক ১৪৫৬৫টি, প্রাথমিক ৪৭৫৫৭১টি। নড়াইলে প্রাক- প্রাথমিক ১৪৬৯৯টি, প্রাথমিক ৩৬৬৪১৭টি। কুষ্টিয়ায়  প্রাক- প্রাথমিক ৪৪৭৮৭টি, ১২৪০৯১১টি। মেহেরপুরে  ১২২৬০টি, প্রাথমিক ৩২৪৮৩১টি এবং যশোরে প্রাক-প্রাথমিক ৫১৭৩৬টি, প্রাথমিক ১৩৩৯৫৫১টি। দুর্যোাগ (আপদ) কালিন সময়ের জন্য বাফার জন্য বই বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে শতভাগ বই পাওয়া গেলেও মাধ্যমিক পর্যায়ে শতভাগ বই এখনো আসেনি। মাধ্যমিক পর্যায়ে গত বছরের চেয়ে এ বছর সামন্য বিছু বই কম এসেছে। 

শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সংকট কমাতে ২০০৯ সালে সরকার শিশুদের মাঝে বই বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়। এতে শিক্ষাক্ষেত্রে অভাবনীয় সাফল্য এসেছে। এই কার্যক্রমে শিক্ষাক্ষেত্রে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

আগামী ১জানুয়ারি বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় খুলনান বিভাগীয় পর্যায়ে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বই বিতরণের মধ্য এই উৎসব পালিত হবে। প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন।   

প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন বলেন, শতভাগ বই এসেছে। প্রতি বছর ১জানুয়ারি শিশুদের মাঝে বই বিতরণ সরকারে শিক্ষাক্ষেত্রে  একটি বড় সাফল্য। শিশুদের হাতে বই তুলে দেয়া নব বর্ষের শ্রেষ্ঠ উপহার।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত