রাজবাড়ী বালিয়াকান্দিতে নবাবপুর ইউনিয়ন আ.লীগ ও পরিষদের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী ২ (পাংশা,বালিয়াকান্দি, কালুখালী) আসনের আ.লীগ মনোনীত প্রার্থী জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নবাবপুর উচ্চ বিদ্যালয়মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত পথসভায়.নবাবপুর ইউনিয়ন আ.লীগ সহ সভাপতি এমএ কুদ্দুসের সভাপতিত্বে বক্তৃতা করেন নৌকার মাঝি ও জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম,সহ সভাপতি ফকরুজ্জামান মুকুট, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, নবাবপুর ইউনিয়ন আ.লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো আজিজ ইকবাল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাদশা আলমগীর প্রমুখ।
বক্তৃতারা দেশের চলমান উন্নয়ন কে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান এবং নৌকার পক্ষে কাজ করার জান্য সকলকে আহবান জানান।