নারায়ণগঞ্জের বন্দরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে পারটেক্স স্টার গ্রুপে শ্রমিকদের বিক্ষোভ।
গতকাল বুধবার সকালে নাসিক ২৭ নং ওয়ার্ড হরিপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তিন হাজার শ্রমিক, চলতি মাসের বেতন সহ তিন মাসের বকেয়া রয়েছে। বকেয়া বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন চলছে শ্রমিকদের। বকেয়া বেতন নিয়ে মিল কর্তৃপক্ষ নানা তালবাহানা শুরু করেছে। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
গতকাল বুধবার সকাল ৮ টার দিকে প্রতিদিনের ন্যায় শ্রমিকরা কাজে যোগদান না করে বকেয়া বেতনের দাবি জানানো হয়। এ সময় কর্তৃপক্ষ শ্রমিকদের হুমকি দমকি প্রদান করলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা কাজে যোগদান না করে বিক্ষোভ মিছিল শুরু করে।
এ বিক্ষোভ মিছিলে অংশ নেন স্থানীয় নাসিক কাউন্সিলর সিরাজুল ইসলাম ও শ্রমিকলীগ নেতা মো. এবাদুল্লাহ। পারটেক্স স্টার গ্রুপের প্লান সিও তোফাজ্জল হোসেন জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। শ্রমিকদের সঙ্গে আলোচলায় বসা হয়েছে। তাদের সঙ্গে সমঝোতা হয়েছে। আজকে এক মাসের ৯ জানুয়ারী ও ২০ জানুয়ারী মধ্যে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতিতে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করে এবং বিক্ষোভ তুলে নেয়। a