নীলফমারীর সৈয়দপুরে অভিভাবক সমাবেশ ও চুড়ান্ত মূল্যায়নের ফলাফল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শহরের ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুর প্রাঙ্গণে ওই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন। সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ নিঘাত সুলতানা প্রমুখ।
সমাবেশে অভিভাবকগণ তাদের সুচিন্তিত মতামত, পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান শেষে চূড়ান্ত মূল্যায়নের ফলাফল প্রতিবেদন ও পঞ্চম শ্রেণির কৃর্তী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শারমিন আক্তার।