নড়াইলে অসহায় ও দুঃস্থ্য ১৩ জন ঋষি মহিলার মাঝে বিনামূল্যে ২টি করে ছাগল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও নেবারলী অর্গানাইজেশন ফর ভলান্টারী এ্যাক্টিভিটিস (নোভা) এর আয়োজনে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদ হলরুমে উপকারভোগী মহিলাদের ছাগল পালনের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন নড়াইল সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান।
প্রশিক্ষণ শেষে আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম পলাশের সভাপতিত্বে উপকারভোগীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার, বিশেষ অতিথি জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ খলিল আল রশিদ, নড়াইল সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান, দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শরীফ তুকরোল আমিন, প্রগতি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ইতিকা মল্লিক প্রমুখ।