সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
শ্রীপুরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবশেনের আহবান
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৪:৫১ PM
শুধুমাত্র প্রশাসন এবং পুলিশ সকল কিছুর নিরাময় করতে পারবে না। সাংবাদিক ভাইদের অনুরোধ জানাই যাচাই বাছাই সাপেক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভায় গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন এসব কথা বলেন।  

শ্রীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান তাঁর বক্তব্য সাংবাদিকেদর উদ্দেশ্যে বলেন, আপনারা (সাংবাদিকেরা) সত্য তুলে ধরবেন, আমাদের ভুল ধরিয়ে দিবেন, আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে কাজ করবো।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুল আলম প্রধান। উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাদবর, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ, প্রহলাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাদবর, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম শেখ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও সাংবাদিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত