সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
সোনাগাজীতে শীতবস্ত্র বিতরণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৫:০৭ PM
সোনাগাজীতে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক'র আয়োজনে তিন শতাধিক শীতার্ত অসহায়  মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে চরচান্দিয়া ইউনিয়নের আজিজুল হক মায়মুনারা উচ্চ বিদ্যালয় হল রুমে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যান সমিতি ফেনী জেলার সভানেত্রী নুসরাত রহমান। 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদীপ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (সার্কেল) তাসলিম হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াইঅংপ্রু মারমা'র সহধর্মীনি কুকক্ষিন মারমা, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় এর সহধর্মিণী মুক্তা রায়, আলবারাকা গ্রুফের ভাইস চেয়ারম্যান নাসরিন সুলতানা, ইউপি সদস্য মোশারফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। 

শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি সভানেত্রী নুসরাত রহমান বলেন, আমরা আপনাদের কে পূজার সময় ও আপনাদের মাঝে বস্ত্র বিতরণ করেছি। এ শীতে আপনাদের কথা ভুলতে পারিনি। তাই আপনাদের কথা ভেবে চলে এসেছি। আগামীতে যেন আপনাদের সেবা নিয়োজিত থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত