আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ডাঃ জিয়াউল হক মোল্লা’র (ঈগল মার্কার) সমর্থনে নির্বাচনী প্রচারণা সভা আজ কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কাউড়া হাটে অনুষ্ঠিত হয়েছে।
মিজানুর রহমানের এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, ডাঃ জিয়াউল হক মোল্লা।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কালাই ইউপি চেয়ারম্যান জোবায়েদুর রহমান সবুজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোহন, সাবেক ছাত্র দল নেতা তাজনুর রহমান, কাহালু কলেজের প্রতিষ্ঠাতা ভিপি আইনুল ইসলাম, সাবেক বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল মান্নান, আশরাফুল আলম বিপ্লব, নয়ন তালুকদার প্রমুখ।