দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় নৌকার পক্ষে প্রচারণার ধারাবাহিকতায় ঢাকা-৩ আসন কেরানীগঞ্জের পাড়া-মহল্লায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের পার্থী নসরুল হামিদ বিপু পক্ষে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।
শুক্রবার সকালে ঢাকা-৩ আসনের কদমতলী, চুনকুটিয়া, কালিগঞ্জ বাজার সহ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম।
এসময় তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করে নৌকা মার্কায় ভোট চান। আগামী ৭ জানুয়ারী সবাইকে ভোট কেন্দ্র গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এর আগে গত ২৫শে ডিসেম্বর সিলেট থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। সারাদেশে ৫ জানুয়ারি পর্যন্ত এ প্রচারনা চলবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলম, সাংগঠনিক সম্পাদক সাহেলা আক্তার ও লায়ন রাজিয়া বেগম, অর্থ সম্পাদক আরেফিন হক আলভি, কেন্দ্রীয় সদস্য মামুন শেখ ও সাংবাদিক সোহাগ খান।
মোহাম্মদপুর থানা কমিটির সাধারণ সম্পাদক জেসমিন শীলা, এছাড়াও অভিনেত্রী শর্মী ইসলাম, মডেল মিষ্টি সুভাষ সহ জোটের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।