কালিহাতী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনসার আলী বলেছেন, কালিহাতীর মাটি আওয়ামী লীগের ঘাঁটি। এই এলাকার মানুষ নৌকার সাথে বেইমানি করতে পারে না। তারা নৌকাকেই সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবে।
শনিবার রাতে কালিহাতী সদরের উত্তর বেতডোবা নাট মন্দিরে বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার।
৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম খসরু, পৌর কাউন্সিলর অজয় কুমার দে লিটন প্রমুখ।
আওয়ামী লীগের প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার বলেন, বিগত ৫৫ বছরের রাজনৈতিক জীবনে কখনই আওয়ামী লীগের সাথে বেঈমানি করিনি। কালিহাতীর মানুষ ভালোবেসে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ বার সভাপতি নির্বাচিত করেছেন। বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে জনসেবা করার সুযোগ দিয়েছিলেন। আমার বিশ্বাস দেশের উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখার জন্য শেখ হাসিনাকে ৫ম বারের মত প্রধানমন্ত্রী করতে নৌকার ভোটের কোনো বিকল্প নেই। মানুষ কোনো বেঈমান, নাস্তিক, দল থেকে বহিষ্কৃত ও নানা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত লতিফ সিদ্দিকীর ট্রাক মার্কার পেছনে যাবে না।
বক্তারা ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদারকে বিজয়ী করার আহ্বান জানান।