টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা তীরবর্তী অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।
রবিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০ জন ব্যক্তির মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ করেন- ৯৮ কম্পোজিট ব্রিগ্রেডের ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিউল আজম, এসইউপি, পিপিএমএস, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ রাশেদুল ইসলাম, এসজিপি, পিএসসি, জি প্লাস, ক্যাপ্টেন এএসএম মেহেদী হাসান প্রমুখ।