বরিশালের গৌরনদীতে কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই পেয়ে মহা খুশি। সোমবার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ও ব্যক্তি উদ্যোগে এ সব নতুন বই প্রদান করা হয়।
উপজেলার তাঁরাকুপি-কটকস্থল নুরাণী হাফেজী মাদ্রাসা ও এতিম খানায় দুই শতাধিক শিক্ষার্থীকে কাতার প্রবাসী রিয়াদ হাওলাদারের সৌজন্যে বই বিতরণ অনুষ্ঠান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুয়ের মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক মোঃ বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মিঞা।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, যুব লীগ নেতা কামাল হোসেন। বক্তব্য রাখেন তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আঃ হামিম ,আব্দুর রহমান হাওলাদার মুন্না, মিরাজুল ইসলাম পিয়াল, শিক্ষক মাওলানা মোঃ ঈশা, মাওলানা আঃ আজিজ, মোঃ আলম, মোঃ সাইদুল, ওয়ালিউল্লাহ, হাফেজ কামাল হোসেন প্রমুখ। শেষে অতিথিরা বই বিতরণ করেন।