মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
এমপির নিজ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর পথসভায় হাজারো মানুষের ঢল
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১:২১ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ এই আসনটিতে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান এমপি এসএম শাহজাদা। তার নিজ এলাকায় স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি মার্কার নির্বাচনী পথসভায়  হাজারো মানুষের ঢল দেখা গেছে। 

রবিবার বিকেল ৫ টায় উপজেলা বেতাগী সানকিপুর ইউনিয়ন বড় গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব এবং বিজিবি’র সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  এডভোকেট সিকদার গোলাম মোস্তফা,  কাজী শাহজাহান, সাধারণ সম্পাদক  এ্যাড. ইকবাল মাহমুদ লিটন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের, অন্যতম সদস্য এ্যাড.সাখাওয়াত হোসেন শওকত, যুগ্ন-সাধারণ সম্পাদক জাকির হোসেন ভুট্টো,উপজেলা যুবলীগের  সভাপতি মো.নাসির উদ্দিন পালোয়ানসহ বিভিন্ন ইউনিয়নের  আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। 

ওই সময় আরো উপস্থিত ছিলেন, এই আসনটির  অবসরপ্রাপ্ত  সেনা,নৌ,বিমান ও পুলিশ কর্মকর্তা ও  সদস্যরা। 

এসময় আবুল হোসেন বলেন,যারা আমাদের কর্মীদের নির্বাচনী প্রচার করার সময় বিভিন্নভাবে  আঘাত করছেন  অশ্লীল ভাষায় কথা বলেছেন ওই মাদক-শিবিদের জায়গা দশমিনা-গলাচিপায় হবে না। 

তিনি আরো বলেন,চাকরি থেকে অবসরের নেওয়ার পরথেকে নির্বাচন করার জন্য মানুষের সঙ্গে কাজ করেছি, এলাকার মানুষ আমাকে চায়। নেত্রীও বলেছেন এবারের নির্বাচন হবে উন্মুক্ত তাই স্বতন্ত্র নির্বাচন করার জন্য মাঠে নেমেছি। আগামী ৭ জানুয়ারি  ঈগল মার্কায ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে জাতীয় সংসদে সুযোগ করে দিন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত