মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারে বই উৎসব
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১:২৪ PM
উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজার জেলায় বই উৎসব অনু্ষ্ঠিত হয়েছে। জেলাসদরসহ সব উপজেলার স্কুলে স্কুলে অনু্ষ্ঠিত হয় বই উৎসব।

আজ দুপুর ১২ টায় মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এণ্ড কলেজে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, সহকারি কমিশনার সৈয়দ সাফকাত আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম মাসুদ প্রমুখ।

পরে প্রধান অতিথি ড. উর্মি বিনতে সালাম শিশুদের মাঝে বিনামুল্যের নতুন বই বিতরন করেন।

মৌলভীবাজার প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, মৌলভীবাজার জেলায় প্রাথমিকে ২ লক্ষ ৯৬ হাজার ৮৪৭ জন শিশু শিক্ষার্থীর মাঝে ১২ লক্ষ ১০ হাজার ৩৯৫ টি বই বিতরন করা হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, মাধ্যমিকের ১ লাখ ৯২ হাজার ৪৩২ জন শিক্ষার্থীর মাঝে বই তুলে দেয়া হয়েছে ১৯ লাখ ২৪ হাজার ৩১৫ টি।

এছাড়াও এবতেদায়ীতে ৩৭ হাজার ২৫৬ জন শিক্ষার্থীকে ৩ লক্ষ ৭২ হাজার ৫৬০ টি এবং দাখিলে ৪৩ হাজার ৮২৩ জন শিক্ষার্থীকে ৬ লক্ষ ১৩ হাজার ৫২৫ টি ও ভকেশনালের ১ হাজার ৩২০ জন শিক্ষার্থীকে ৪০ হাজার ৫০০ টি নতুন  বই দেয়া হয়েছে।

মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় ৫ লক্ষ ৭১ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী বই উৎসবে বই পেয়েছে ৪১ লক্ষ ৬১ হাজার ২৯৫ টি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত