মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ঘোড়াঘাটে আবাসিক হোটেলের মালিকসহ তিনজনের কারাদন্ড
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১:২৮ PM
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে যুবক-যুবতীসহ হোটেলের মালিককে আটক করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে ঘোড়াঘাট ৪ মাথা বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর এলাকার আদর্শ আবাসিক হোটেলে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। অভিযানে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেন।

অভিযান শেষে আদালত আবাসিক হোটেলটির মালিক ও আটক যুবককে ১ মাস এবং যুবতীকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, পৌর এলাকার নুরজাহানপুর গ্রামের আব্দুল গনির ছেলে বাবু মিয়া (৪১), ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চেংগ্রামের সানোয়ার হোসেনের ছেলে মাহাবুব আলম (৩০) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছাতিনচুঁড়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে মৌসুমী আক্তার (২২)।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, আবাসিক হোটেলটির বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগ আসছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহযোগীতায় আমরা অভিযান পরিচালনা করেছি। আটক ৩ জনকে প্রকাশ্য অশ্লীল কার্য সম্পাদনা করার অভিযোগে দন্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারায় বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আটক তিনজনকে সাজা প্রদান করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। আসামিদেরকে রবিবার বিকেলে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত